
১৮ই মার্চ ২০২৩ বায়োফার্মা লিমিটেড এর বার্ষিক বনভোজন পুবাইল রিসোর্ট ক্লাবে
Created At :- 5 months ago১৮ই মার্চ ২০২৩ বায়োফার্মা লিমিটেড এর বার্ষিক বনভোজন পুবাইল রিসোর্ট ক্লাবে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োফার্মা লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা.মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে ডা. ফজলুর রহমান মজুমদার(ডিরেক্টর), ডা. আলী আশরাফ খান (ডিএমডি),বায়ো প্রপার্টিজ লিমিটেড, মোহাম্মদ সাইফুল আমিন (ডিএমডি),প্ল্যান্ট, ডা. মাহমুদুল হক রিটন( নির্বাহী পরিচালক),বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড ও ডা. তাওহীদ আল বিরুনী (নির্বাহী পরিচালক),বায়োন্যাচারস লিমিটেড। সকাল ১০ টা থেকে প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে বনভোজনের কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে উক্ত বনভোজনের সকল কার্যক্রম পুরোপুরি শেষ হয় এবং উপস্থিত সকলে পুরো আয়োজন আনন্দের সাথে উপভোগ করেন।