বায়োফার্মা পরিবারের পক্ষ থেকে সমবেদনা ও আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করছেন বায়োফার্মা লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব ডা: আনসার আলী স্যার
Created At :- 1 year agoআমাদের প্রিয় সহকর্মী জনাব নিতাই রায় চৌধুরী (এক্স মেডিক্যাল প্রমোশন অফিসার, দেবিগঞ্জ, পঞ্চগড় এ) বায়োফার্মা লিমিটেড এ দায়িত্ব পালনরত অবস্থায় রোড এক্সিডেন্টে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। তার পরিবারের প্রতি বায়োফার্মা পরিবারের পক্ষ থেকে সমবেদনা ও আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করছেন বায়োফার্মা লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব ডা: আনসার আলী স্যার। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম( রিজিওনাল সেলস ইনচার্জ, দিনাজপুর) সহ আরও অনেকে।